অনেক আগে শৈশবে
ফুটবল খেলতে গিয়ে মাঠে
বুকে লাথি লাগে আমার অগ্রজের
অজ্ঞান মুখ দিয়ে ক্রমাগত ফেনা ভাঙছিল
আম্মার উদ্বিগ্ন , আতংকিত স্বর এখনো কানে বাজে ..........
শৈশব , হলদে প্রজাপতি আমার , কেমন আছো তুমি , বলবে ?
চোখের মায়া, জলের ছায়া তোমাতেই ফিরে আসে কেন বারবার ?