কখনো মনে হয়নি? ফেরবার কথা ?
কখনো মনে হয়নি ?
চোরাবালিতে পা ডুবে যাচ্ছে ?
তুমি বলেছিলে
মুক্তিকে কায়মনে চাইতে হয়,
মুক্তি আসে তখন
কেমন করে চাইব?
আমার যে ডানাভাঙা শরীরের আখ্যান !
কতদিন শস্যের
আঘ্রানের মতো পাইনি শরীরের গন্ধ !
জীবন মেঠোপথে হাঁটে ,
হাঁটে কোলাহল ছাড়িয়ে বহু...বহুদূর !
আজ তোমার একটা চিঠি আসতে পারে ...
দীর্ঘ দিবস রজনীর পর
তারে আজ খুঁজে নেবো,
রূপকথার গন্ধ আর দারুচিনি দ্বীপের ভেতর ||