সেই ক্ষণ জন্মা অনুভবে ,সকল ক্ষন জুড়ে ধাইছে পূর্বকাল
সেই ঊষাতে, পূর্বজন্মের সে ক্ষনকাল,সৃষ্টিসূচনায় আদিকাল
এই রিক্ত পার্থিব জুড়ে ধ্বনিত সুর
সে সুর সুমধুর, নিকট ও সুদূর।
ঐশী সে সুর , স্বরমগন, সাধন ধ্যানে পান্থের শ্রবণ।
সেই রিক্ত পার্থিব জুড়ে ধ্বনিত সুর
সে সুর সুমধুর, নিকট ও সুদূর।
ওউদ এর সুরে সাধন যোগ
ওউদ আর তার এ সংযোগ
পর্বত চূড়োর শ্বাস নিয়ে তার, মেষপালকের সুর বহে যায়।
পাখির স্বরে মৃদুমন্দ, স্বর জুড়ে ধায় তিমির স্বনন
নীরব সাধন পাহাড় জুড়ে, ধ্যানমগ্ন স্বর, অরূপ সাধন
তারকা লোকের , তারা অযুত
তথাপি , যা অগ্রেতে ধায়, নীরবে পড়শীর সাধন প্রান্ত
সেই যামেতে আপন মম , তোমা লয়ে নিভৃতচারী, একান্ত
স্পষ্ট শুনি অনুপ্রাসের, ঐশী সে সুরে, স্বৰ্গবোধন, অনুচ্চারের
শুনছি মোরা সেই সে সূর, স্বর্গের কাননে হৃদয়পুর, উষ্ণতমের।
মুল :
Cadence
Seyyed Hossein Nasr
On that moment before all moments
On that morn before the world was born
In this lowly world I hear
That Music near and far
Did we the Cadence of Divine Music hear?
Did we the Cadence of Divine Music hear?
In this lowly world I hear
That Music near and far
In the plucking of the oud
The oud and the tar
And the shephard's ney breathing upon the hills
And the chanting of the birds and singing of the whales
And the silent invocation of mountains
And the stars, the stars
But most of all it's in solitude with Thee
When I and Thou are alone in intimacy
That I hear so clearly the cadence of Music Divine
Did we the cadence of Divine Music hear?
Did we the cadence of Divine Music hear?
Did we the cadence of Divine Music hear?
Did we the cadence of Divine Music hear?