"তারপর প্রজাপতি টি কি করলো বলুন তো ?
ঘন নীল বর্ণের পাখায় যার অনিন্দ্য সুন্দর জোড়া বুটি ,
কোথায় গেলো সে, থৈ পেলাম না তো !"
আমি চোখ জোড়ার ভেতর দেখবার চেষ্টা করছিলাম ভালোভাবে
আপাত প্রশান্ত, আপাত নিরীহ, বাঙ্ময় তার চোখ জোড়া |
আদত প্রশ্ন টি কি ছিল ,বুঝতে চেষ্টা করছি বোধহয় এখনো |
"প্রজাপতি টি কি খুন হয়েছিল তারপর ?", আমি আচমকা প্রশ্ন করি |
তার চোখে গভীর ছায়া নামে | "একথা জিজ্ঞেস করছেন কেন?"
"তেমন বিশেষ কোনো কারণ নেই |
আমার হাতে একবার একটি পাখি খুন হয়েছিল |
পায়ে সুতো বেঁধে উড়িয়ে দিয়েছিলাম |
দুদিন পর মৃতদেহ টি পাই | স্থির ,শীতল, নিষ্কম্প |"
আমি সম্ভবত তাকে আঘাত করেছি |
বৃষ্টি নামতে পারে | একটা রংধনু আমার পাওনা রইলো |