আমার
একলা দিনের আকাশ-মেঘদল  
মেঘের নীচের পথে
জলের কোলে স্রোত টলটল
অন্য দিনের রথে।
আরো
হয়তো ছিল দুপুর রোদের
ঝাঁঝ- উত্তাপ ক্ষণ
একলা মেঘের হৃদয় জাগে  
বর্ষা দিনের গান।