ফের দেখি আজ গোমড়ামুখো . আকাশটারই মতন
কি হয়েছে বলবে আমায় ? কোন কষ্টে এতো বেদন ?
ছোট্ট বুকে আকাশ উপুড় , কুয়াশা মোড়া চাদর
হিম মাখা এই শীতের ভোরে , নিচ্ছি তোমার খবর
ভেবো না যে গুমোর ভারি , দিচ্ছি তোমায় ঠোকা
বন্ধু বলেই ভালোবাসি, তাইতে পেলে বোকা |
অষ্টপ্রহর খিটির মিটির , দৌড়ে এসে চুম
ছোট্ট বুকের আগল খুলি , ছুটে পালায় ঘুম !