বলে রাখি আজ, একদিন বেড়াতে যাবো অনন্তকালের দেশে
বিছিয়ে দিয়ে চলে যাবার সেই বিস্তীর্ণ পথে হলুদ ঘাসের ফুল
বলে রাখি শুধু, একদিন বেড়াতে যাবো কাঙ্ক্ষিত সেই দেশে
সাথে নিয়ে কোঁচড় ভরা গুচ্ছ গুচ্ছ চন্দ্রমল্লিকা আর বকুল |
ঝরা পাতার অস্ফুট রোদন , তবু মাড়িয়ে যায় সে ক্ষণ
জমা জলের ঝাপটায় তোমার জুতো জোড়ার সশব্দ চারণ
সেথা আনমনে শুধু মনে হয়, মনে আসে চেয়ে প্রায় অকারণ
এই বেঁচে থাকা জীবন, এক শ্বেত শুভ্র কাফনে সদ্য লব্ধ মরণ |
বলে রাখি আজ, একদিন বেড়াতে যাবো অনন্তকালের দেশে
বিছিয়ে দিয়ে চলে যাবার সেই বিস্তীর্ণ পথে হলুদ ঘাসের ফুল
বলে রাখি শুধু, একদিন বেড়াতে যাবো কাঙ্ক্ষিত সেই দেশে
সাথে নিয়ে কোঁচড় ভরা গুচ্ছ গুচ্ছ চন্দ্রমল্লিকা আর বকুল |