প্রচন্ড কষ্টের ভেতরেও আনন্দ বাস করে
আনন্দ বাস করে
দুঃখের ভেতর
যে জীবন বহতা
নদীর মতন
যে জীবন
হাতের মুঠোয়
লুকিয়ে রাখা
কাশফুলের মতন
সে জীবনের বৃষ্টিভেজা
রংধনু
আজও প্রশ্ন রাখে
বাড়ী ফিরতে আর কত দেরী ?
প্রচন্ড কষ্টের ভেতরেও আনন্দ বাস করে
বাস করে ছন্দের
লালিত্য নিয়ে কবিতা
শব্দের সৌন্দর্য নিয়ে
সাজানো অক্ষর
জীবন একা পথে
হাঁটতে থাকে
তোমায় , আমায়
একলা করে, একলা রেখে
কোনো আফসোস
শুধু হা পিত্যেশ করে
বাড়ী ফিরতে পারবে তো ঠিক চিনে ?