বুবুন , তুই আর কখনো আমাকে
ভাবিসনা তোর স্বপ্নে , তাইনা?
তুই আমার বুকের কাছে
বুকের মাঝে মিশে থাকতিস |
কত রাত কেটেছে, নিদ্রাহীন, একাকী
তোকে কোলে নিয়ে একা একা পায়চারী করে |
আজকাল সেই তুই আমাকে বড্ডো বেশি হেলাফেলা করিস
বড় বেশি নিষ্ঠুর লাগে তোকে তখন ,
কিছু আর বলবার নেই |
আলো আঁধারির ছায়ায় রাত কেটে যায় , নিদ্রাহীন, একাকী
শুধু তোকে আর চেয়েও পাইনি,
হয়তো কিছু কিছু কথা চাইবার মতো নয় বলে বোধহয় |