শব্দ , আমি যে জটিল ভাষা বুঝি না !
শিশুর সরল হাসিতে , চোখের মায়ায়
আমার ভালোবাসার সকল সুরের ভোর |
তবু , সব কথা , অনুভূতি , ভাষা যে জটিল হয়ে যায় !
স্বাধীনতার কথা বুঝতে গেলে যে সকল বোধ জট পাকিয়ে যায় !
উচ্চস্বরে শব্দ দূষণ, রাজনৈতিক ডামাডোলের বাইরে
কোথাও চেনা সময়ের চোখে সেই উত্তাল স্মৃতিকে ছুঁতে পারো কি ?
আমি যে চিনতে চাই, সেই আহত প্রাণ মুক্তিযোদ্ধা টিকে
বুলেট আর বেয়োনেটের খোঁচায় রক্তাক্ত হবার আগে
যে জন্মভূমির মাটি চুম্বন করেছিল !
চিনতে চাই সেই পোড় খাওয়া কিশোরটির মুখ
পুড়তে থাকা ভিটের দাবানল বুকে নিয়ে
যে অস্ত্র হাতে তুলে নিয়েছিল !
আমি যে অতীত ছুঁতে ভয় পাই !
অসংখ্য বিষধর সাপের দুঃস্বপ্নে ঘিরে আছে ভঙ্গুর প্রত্যয়
তবু তুমি কি একবার দেখবে স্পষ্ট করে , এই আমার চোখের ভেতর !