সময়, হন্তারক সময় , কেন সবকিছু বদলায় !
হাসিখুশী মুখ ছবি হয়ে ঝোলে , নীরব কাঁটায় |
প্রিয়মুখে পড়ে বলিরেখা, চোখে ক্লান্তি , অবসাদ
বয়সের মেঘগুলো থরে থরে স্তূপ , মলিন বিষাদ !
তোমাকে দেখছিলাম,তোমারই অগোচরে , ধীরে ধীরে
সেই দিন আর নেই , সায়াহ্নের আলো তবু মায়া কাড়ে |
প্রচন্ড বেদনায় আমি জেগে উঠি , ক্লান্তি আর বিষন্নতায়
করতোয়া নদী মৃতপ্রায় , বোধ জাগে, সায়াহ্নের আলোয় |