তীব্র ঠান্ডায় জমে যেতে যেতে
পৃথিবী বসন্তকে ডাকে পুনরায় |
শ্বেতশুভ্র বরফ ঢাকা রাতের বেলা
আলো দেখেনি তোমার ঘরের দীপ ...
তুমি বিস্মৃত প্রায় খোলা খাতায় আনমনে
অক্ষর সাজাতে চাও নি আর মোটেই ...
কলমটি পড়ে ছিল একপাশে অবহেলে ,
কালি তার এখনো অশেষ, অকুতোভয় |
তবু তুমি কষ্টের কথা লিখতে চাও নি
অন্তত আজকের খাতায় , প্রিয় কাব্যে |
যখন, বাইরে কোথাও...
তীব্র ঠাণ্ডায় জমে যেতে যেতে
পৃথিবী বসন্তকে ডাকে পুনরায় |