যান্ত্রিক জীবন , অলস যাপন , ভূমিকা হীন গতকালের
শুধরিয়ে যাই পলে পলে , ভুলের মাশুল দিন বদলের |
স্বপ্ন দেখে চোখের পাতায় , চোখের জমা জলের দরে
স্বপ্ন দেখে বাহান্ন তে , রক্ত মুছে কণ্ঠ তোলে একাত্তরে |
কচি হাতে আঁকে ছবি, সজল ঘন দূরাগত পল্লীগ্রামের
দূষণ , শোষণ জ্বালা ঘোচানো অন্য কোনো নবধামের |
ইতিহাসের পাতা বেয়ে ঝরতে থাকে রক্তক্ষয়ী অরুণোদয়
শান্ত বুকেও বহ্নি চিতা , লালসবুজে কাল জয়ী সে বোধোদয় |
জন স্রোতে কালের ভিড়েই হয়তো পাবে প্রতিবাদের শক্তিশালী সাধন বর
জন্মভূমি বাংলাদেশের কোল যে ডাকে, বিস্মৃত এক শেষবিকেলের কণ্ঠস্বর |