হারিয়ে যায় অনেক কিছু
হারায় প্রতিদিন |
সময়, স্বাস্থ্য . সুন্দর মুখ
সময়ে হয় বিলীন |
অনন্ত সে সৌন্দর্য ক্ষণ
ছোঁবার সময় নেই ....
নিত্য তর্ক, যুক্তি চলে
বোঝার সময় কই ?
তবু বলি হাত বাড়িয়ে
অমোঘ সত্য খানি ,
বিশ্বাসে জানি মিলায় মন
তর্কে বহুদূর, মানি |