দয়াময় , দুঃখ নাশিতে , তোমারে বাসিতে ভালো
কালোর জগৎ আলোয় ভরো, করুণাধারায় ঢালো |
তরঙ্গ ময় পাপ রাশি মোর গর্জে ওঠে সফেন ধারায়
ওষ্ঠ তবু প্রয়াস লাভে, মোচনে কালো আলোর সাড়ায় |
পূর্ব আকাশ ভরে ধীরে রবির আলোর কিরণছটায়
বিধাতা , এতো কষ্ট কেন ? কলম লেখে সাদা পাতায় |
আসুক বিপদ, আসুক বাঁধা, ছিঁড়বে না কভু গ্রন্থি
বন্ধনে তবে অটুট রব , যেন অনাদিকালের সন্ধি |