অন্য কোনো নাম ধরে ডাকলেও তো পারো
নামে কিবা এসে যায় আর বলো ?
দুরন্ত বাতাসে সন্ধ্যের আলো নিভে এলে প্রায়
কে যেন নাম ধরে ডাকে আজও
যারে চিনেছি বলে চিনতে পারিনি সারা জীবন
তার নাম ধরেও প্রহর মুখরপ্রায়
নিরন্তর , বিস্ময়কর জীবনের সেই প্রহরগুলো !
যাকে ভালোবাসি ক্ষুদ্র এ জীবন দিয়ে
কাঁটাতারের বেড়ার বিভাজন রেখার সমীকরণে
যাকে বুঝি বলে বুঝিনি
তবু পেতে চাই বইয়ের পাতার অক্ষরগুলোতে !