ভোরের আকাশ আজকে দেখি
অনেক পুরোন ছেঁড়া কাঁথা
ঘষছে তোমায়, মাজছে তোমায়
সূর্যোদয়ের পূর্ব কথা ||
ভোরের আকাশ , সুবহে সাদেক
সত্যি ফোটে রেখার মত
আপন মাঝে আপনি হারায়
অন্যপুরের স্বপন যত ||
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.