মানুষ কি হয় তৈরী শুধু সাদা এবং কালোয় ?
বর্ণবিহীন বিচারকার্য সবচেয়ে কি ছাই ভালো ?
জিজ্ঞাসিলে যদি , খুঁজছি যে তাই মরিয়া হয়ে সকল যুগ- কাল
ভাঁজ খাওয়া সে প্রশ্ন আনে গূঢ় ধাঁধা, এ যাবৎ প্রায় সকল সকাল |
তমিজ রেখে তফাৎ যদি হয়েই থাকে , বিঘৎ প্রশ্ন আঘাত আবার
কেন এমন ভয় খালি মোর? অমোঘ সেই ভয়কে নিয়ে বারংবার !
লং ডিসট্যান্স ফোনের কলে রিংটোন বাজে , বসন ভূষণ প্রবল ভারে অবিরত ঘামতে থাকে ...
ঘামতে থাকে...একটা দৈব দোহাই চাই , ঝড়-বৃষ্টি তুমিও থেকো ,স্তম্ভিত সে দাঁড় কাকে |