দরদ ঝরে বুকের ভেতর, গুমরে ওঠা কেমনতর
মাটির ওপর পা ফেলে সে হাঁটতো যখন এমনতর...
খুব সহসা প্রশ্ন জাগে তাও আপনমনে,মিছেই যত
কেবল ভাবি, বেঁচে থাকলে ভালোবাসা, কেমন হতো ?
তোমার প্রিয়ার নাম জেনেছি ক'দিন আগে
নাম জেনেছি, ধাম জেনেছি, অবাক লাগে।
প্রিয়ংবদ কুশীলবও বদলে বুঝি, অবিরত ?
প্রশ্নগুলো বুকের পাঁজর খামচে ধরে,বশীভূত।
খুব সহসা প্রশ্ন জাগে ,খুব মিছেই যত
কেবল ভাবি, বেঁচে থাকলে কেমন হতো?