আমি তেমন গভীরভাবে গুছিয়ে কিছু লিখিনি ,
ভেতরের সহজিয়া গানের সুরের মতন।
ভালো থাকবেন।
আমি লিখলাম, আসলেই প্রথমবারের মত।
কারণ আপনি বলছিলেন,
অনুমতি লাগবে, অপেক্ষার প্রয়োজন।
আপনাকে একটা সুরের গল্প বলতে চাই, বলবো?
আমার বা আপনার সুর, যা নিভৃতচারী, একান্ত
সেখানে কড়া নাড়ে কে ?
আপনি বলেন, নীরবতায় , অপেক্ষা, অনুমতির প্রয়োজন ছিল।
আপনাকে আমি বলবো, ভয়ের কথা,
যা সংযুক্তিতে ঘটে
শেষে জানবেন, গ্যাস লাইনের বিচ্ছিন্নতার সংযোগ
কখনো তিতাস গ্যাস নিয়ে খেলেছেন কি ?
নদীকে ভুলে গিয়ে ?
বড় বেশী ঋত্বিক আজকাল, রোশনাই , উজালা।
বড় বেশী ভালো থাকেন, বড় বেশী ভালো।