আমার অপটু হাতে লাগানো গোলাপের গাছ গুলি
বেলীফুলের শুভ্রতা …
অযত্ন ছিল তবে গ্লানি নেই আজ
বাড়িটা বিক্রি হবে |
অনেক দিন আগে সেপ্টেম্বরের কোনো এক দিনে
বাসায় একটা ফোন আসে আম্মার
"খালাম্মা , আমেরিকা ধ্বংস হয়ে যায় , টিভি দেখেন !"
সন্তানদের আপদের আশংকায় আশংকিত মন কেঁপে ওঠে তাঁর….
অনেক দিন আগে ….
মানুষ মরণশীল
জলে ,স্থলে সর্বদাই মৃত্যুর হাতছানি
মানুষ তবু অপ্রতিরোধ্য ,অজেয়
তুলিতে আঁকা শিল্পকর্ম |