সমস্ত পৃথিবী ধুঁকছে
ধুলোয়, ভাইরাসে আর বিষ জ্বরে
এর মধ্যেও তো হাসি কান্নার আখ্যান
ধরিত্রী মা আমার ,
ক্ষমা করে দেবে কি ?
বাঁচতে তো হবেই |
মানুষই তো বেঁচে থাকে
স্বপ্ন আর যন্ত্রণার ভেতর |
বাঁচবার শপথে |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.