অবিন্যস্ত সময়ের নুড়িতে মুঠো ভরে গেলে
স্মৃতি কি কিছু ফিরিয়ে দেয়, স্মৃতির ভেতর ?
ধাবমান পথ ঘাট ,জনতার জটলা আর.. তারপর
কোঁচড় ভর্তি জুঁই ফুলের রাশি মেলে ধরে প্রহর |
সব স্বর নীরব হয়ে গেলে কোনো একটি স্বর কথা বলে ওঠে
সব কষ্ট ভুলিয়ে আশ্চর্য সে স্বর কথা বলে , প্রাণের ভেতর |
পলে পলে নিঃশব্দ সময়ের চাদরে ভাঁজ খায় বুনতে থাকা স্বপ্ন, সারে সার
ভালো বাসি , ভালো থেকো , পলকে ছলকে ওঠা মায়ার সে মনভুমি আমার !