আশাজ-১

কোথাও তোমার- রোদের ঝাঁপি, -আশায় বাঁচে -তোমার মত
তোমার চোখে -রোদের ঝিলিক,- অশ্রুধারায় -তোমার মত -
কেঁদে ভাসায়- কত কারণ- দিনরাত্রি অষ্টপ্রহর - অর্ধরাতেও
যুঝতে থাকা -মনের ভেতর -মানুষ দেখে,- দেখতে থাকে- অপেক্ষাতেও।

আশাজ-২

আমার ভাই কোনো ফেরেশতা না।  
আমিও না।  
তুমিও না।  
তবে আমরা ভিন্ন ভিন্ন ভাবে জাগতিক মানুষ।  
বাস্তবতা বলে তুমি আমার ভাবী, আমি তোমার ননদ।  
তবে বোঝাপড়া যা এসে দাঁড়িয়েছে,
প্রতিবারই ভাবতে বাধ্য হই ,
সম্পর্কটা ননদ- ভাবীর , ক্ষেত্র নির্বিশেষে।  
আজকাল সবাই হাইওয়েতে উঠিয়ে প্রথম সম্ভাষণ করে ,
এখানে অলি গলি , ওই যাকে বলে এলি বা ড্রাইভওয়ে
ওখানে কোনো কথাই বলেনা। বুঝেছো ?
আগে তাও ভাবতাম জুম্মাবারে ভাই বোন মিলে যায় ,
তবে যা দিনকাল পড়েছে ,
বোন আজকাল মুসলিম ভাইয়ের পারসোনা থেকে
হিন্দু ক্রিস্টান টুইটারের গন্ধ বা দুর্গন্ধ যাই বল না কেন,
ওটা আগে সরায়, তবে নিশ্বাস ফেলে।  
তার মধ্যে আগের আর পরের কোনো রকম ভাইকে
তো খুঁজেই আর পাওয়া গেলোনা !

তবে কি আমাকে অপছন্দ?
না, তুমি একটা ভার্চুয়াল এপিফেনি।  
যতই নিজেকে বলছি,
মুসলিম ভাবনায় ওটার আমদানীর দরকার নেই,
ততই যেন বলছে, তবে তুমি কার, দরকার?
বড্ডো বাজে বকছ আজকাল ! ঔষধ খেয়েছিলে ?
না, মার্ক জাকারবার্গকে লাইভ শুনলাম আজ।  
মনপ্রাণ ভরে গিয়েছে।  
আমার নেক্সট নীলাদ্রি প্রজেক্টের প্রোটাগোনিস্টকে খুঁজে পেলাম।
বল কি?
হ্যাঁ। এখন রিসিটগুলোর ফ্লিপ সাইড থেকে সরে আসতে পারলে হয়।  
সেও তো বোধহয় ননদ ভাবীর সখ্যতায় বিশ্বাসী।
যা বলেছো!
আশাজ।