ছোট্ট মুখে হালকা আভা , সতেজ সটান স্বর ,
আমায় যেন উল্টে দেবে, এমনি গলার জোর |
ভীষণ জেদি , ভীষণ তেজী আমারই সে মেয়ে
আসছি আমি তোরই কাছে , মেঘের সাঁকো বেয়ে |

তোর স্বপনে স্বপন মেলাই ইচ্ছে আমার খুব
তোর চোখেতে আকাশ দেখি , শান্ত প্রহর চুপ |
আমার নাহয় ক্ষমা করিস , আড়ি দিসনা আমায়
বড়ো হবার অনেক জ্বালা , কচি মা তাই সহায় |


Dedicated to my one and only daughter Sameeha Tabassum Haider.