আসছে বারে আশা করছি
ছুটিটা আরো একটু লম্বা পাবো।
লম্বা ছুটির বড় বেশি
প্রয়োজন এখন জীবনে।
অনেক দিনের ইচ্ছে আমার,
তোমাকে নিয়ে ঘুরতে যাবার
সময় হাতে থাকতে
ইচ্ছেপূরণের গল্পটাকেও লিখে যেতে চাই।
যা জানি মনের সত্যে,
তাকে বাঁধি , এ আমার সাধ্য কই?
ফুটতে থাকা আলোর পানে চেয়ে
আশ্চর্য বিস্ময়ের ভোরে
প্রতিদিন ভাবি, পরম স্রষ্টা
আছেন ওই অবিভক্ত আকাশে ,
উন্মুক্ত আকাশে ধবল মেঘেদের
বাড়ী ফেরার নিঃশব্দ উচ্চারণে।