এসো হে আকাশ , এসো আজ আমার উঠোন ক্ষণ
এসো হে অনন্ত নক্ষত্র বীথি, আমার বাউল উদাস মন |
ঝিকিমিকি সে আকাশ যেন ঘন নীলচে এক শাড়ী
সিঁড়ি বেয়ে উঠছে মহাকাল , নক্ষত্রের বসত বাড়ী |
গোলকধাঁধার ভেতর তারাদের চিনিয়ে দেয়া আলোতে
পথ চিনে বাড়ী ফিরবো এইবার ,অরুণোদয়ের প্রভাতে ||