আনন্দের কোনো নিজস্ব শব্দ আছে কি ?
সুরের মত, গানের মত, মূর্ছনার মত ?
ঠিক কি শুনতে চাইছো বল তো ?
কি মনে হয় তোমার ?
আনন্দ তোমার মতো , এই তো ?
কক্ষনো নয় !
তাহলে ?
তোমার বা আমার নয় |
আনন্দের মতো সংজ্ঞা দাও |
একটা মুহূর্তের মতো |
একটা হাসির মতো |
একটা সূর্যাস্তের মতো |
আর..
আর ?
সূর্যালোকে একটা প্রজাপতির  পাখার রঙের মতো |