সকল বাদানুবাদের সময় পেরিয়ে গেলে
আনমনে মনে হয়
কখনো ভালোবাসার কথা বলবার সময় হয়নি |
পূর্ব পুরুষের ভিটে বাড়িতে দাঁড়িয়ে
অতীতের ক্ষয়ে যাওয়া চিহ্ন গুলো চোখের কোটরে ....
কখনো বলা হয়নি , ধাবিত সময় , এক মুহূর্ত ছুটি নেবে ?
আশাহত সময়ের যন্ত্রনা যে ডুকরে ওঠে বারবার !
দুপুরের আলোয় ঘাসের ওপরে মৌমাছি গুনগুনিয়ে উঠলে
কেবলই মনে হয়
কতদিন চোখ রাখিনি তোমার চোখের ভেতর !