শাড়ির প্যাকেট টা হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাবা
মেয়েটার সাথে দেখা হয়নি
অনেক আদরের মেয়ে আমার...
মাঝে মাঝে কি মনে হয় জানেন?
মনুষ্য জীবন শুধুমাত্র কষ্ট ভোগের , এই সব
অলিখিত চুক্তি মোতাবেক মানুষের জীবন
কষ্ট পেতেই থাকবে...পেতেই থাকবে |
আমি কণ্ঠস্বরটির দিকে তাকাইনি
সব কথা হয়তো কথা থাকেনা, ব্যক্ত হলে পর
সব কষ্ট হয়তো লাঘব করবারও নয়
শুধু থেকে যায় কষ্টগুলো, যা অহরহ ঘটে |
অকারণে তবু ঘুমের ভেতর জল গড়ায় চোখে
কোনো বাবা এসে ফিরে গেলেন কি ?
যার সাথে তাঁর মেয়ের আর দেখা হবে না বোধ হয় |