' আমি crafting বিষয়টি নিয়ে খুব ভাবছি ',
' কেমন ? '
' যেন একটা ছোট শিশুকে সাজিয়ে গুছিয়ে
ফুটিয়ে তোলার মতো ....
যার নিজের কোনো দায় নেই
কিন্তু ভীষণ আনন্দ, পরিচ্ছন্ন বোধে সেও ....
হয়তো নীরবতা প্রয়োজন |
তা ছাপিয়ে সুর, আনন্দ , কলতান ....
সেই সৌন্দর্য উপলব্ধির, অনুভবের |'
'আরো মনে আছে শৈশবে ছবি আঁকার পাঠ
একটা চিনে মাটির পাত্র সামনে
সবাই আঁকছে , গাঢ় তম, গাঢ়তর ......
পেন্সিলের শেডে ছবিগুলো হাসছে !
সেই আনন্দ আশ্চর্য নির্মল, সুন্দর
গভীর তম সুরে যে আনন্দে অশ্রু আসে
আর আনন্দ জানো কি ?'
'কি ?'
'মানসাংকের ধারাপাতে তোমায় ছুঁতে পারলে !'