আমি বৃদ্ধ লোকটিকে আঘাত করতে চাইনি |
তবে আমি বৃদ্ধ মানুষটির কাছ থেকে
আঘাত পেতেও চাইনি |
সংসারে একে অন্যের দ্বারা আঘাত পেতে থাকা,
নির্মম সত্য মাত্র
সে সত্যের ভারে আমি যারপরনাই ভারাক্রান্ত
এবং শ্রান্ত-ক্লান্ত হয়ে পড়ছি |
তুমি যদি তারুণ্যকে অস্বীকার করে
বৃদ্ধ বয়সের একচেটিয়া কর্তব্য
আর অধিকারের প্রশ্ন তোলো
তবে সে তো আরেক কূটকৌশল মাত্র ,
নিজের দিকে ঝোল টানারই
আরেক প্রকৃষ্ট উদাহরণ মাত্র |
তোমার বলিরেখা ময় মুখে সময় তার
অভিজ্ঞতার ছাপ রেখেছে সুস্পষ্ট ,
তিলে তিলে সময়ের সে দান
তোমার বা আমার কারো একচেটিয়া বাহন নয় ,
নয় কূটকৌশলী সময়ের বাহুল্য এক সমাধান |
আমি বৃদ্ধ লোকটিকে আঘাত করতে চাইনি |
তবে আমি বৃদ্ধ মানুষটির কাছ থেকে
আঘাত পেতেও চাইনি |