সারাজীবন ধরেই আমি আলোর কথা ভেবেছি
আলোর দিকে যেতে চেয়েছি |
ফোনের রং নম্বর এ অভ্যস্ত হয়ে যাওয়া যে কিশোরী
আলো অন্ধকারের দোটানা নিয়ে বাঁচে
তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছি |
তোমার খাম হয়তো কোথাও জ্যাম এ আটকে পড়ে
দীর্ঘক্ষণ, দীর্ঘসময় |
তোমার আলোর সংজ্ঞায় কেউ অন্ধকারের দাম দেয়
বহুদিন, বহুক্ষণ |