তোমার নোলক হারিয়ে গেলে আমায় ডেকে নিও
নথের নোলক তোমায় মানায় , আমায় শুনে নিও।  
তোমার শতেক ভোলার পথে ধুলোয় লুটোয় স্মৃতি
তোমার খেলার মেঘের দলে , রঙীন ঘুড়ির প্রীতি।

আমায় তোমার তেমন করে ভাবার নেই আর জানি
আমায় তোমার নোলক ভেবো, পারবে বলেই মানি।