দেখো, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাকে আসতে হয়েছে
পথ পরিক্রমায় আমি যারপরনাই ক্লান্ত আর অবসন্ন
তবু বুকের খাঁচায় কিছু মুখ সদ্য ফোটা ফুলের মতোই জাগ্রত
আমার জন্য কি অপেক্ষা করছে তোমার , অমৃত না হলাহল ?
দূর হতে আগত নাবিক আমার, তোমাকে স্বাগত আমাদের ধামে
জেনো, দু দিনের দাম বেশি কিছু নয় এই পূর্ণ কায় ধরিত্রীর দামে
এসো, আনন্দ করো, জীবনের রসে পূর্ণ হোক ক্ষণিকের যত বিস্মরণ
জীবন তো আনন্দে বাঁচে, কেন আর তবে ক্ষত বিক্ষত যাতনার আভরণ ?
ভুলে যাই যে বারংবার , আমারই রক্তের দামে লেখা হয় আমারই বাঁচবার অধিকার !