প্রত্যেক দিন লেখা আসেনা, ঠিক তোমার মতই
আমি বসে থাকি ...একটা সুন্দর কবিতার জন্য
হাঁটা পথে সবুজ ঘাসের দুপাশে ফুল বিছিয়ে থাকে
অন্তর্গত স্বপনের ভেতর , অব্যক্ত কথোপকথনে
আমার গহীন সমুদ্র, আমার অন্তহীন আকাশ ,
আমার প্রার্থনার মতো অতলান্ত নিঃসঙ্গতা ...
প্রত্যেক দিন লেখা আসেনা, ঠিক তোমার মতই
আমি বসে থাকি ...একটা সুন্দর কবিতার জন্য |
আজও রোদ তোমার সিঁথিতে খেলা করে একই ভাবে
তুমিও ভাব ব্যস্ত হয়ে তোমার ভাবনাগুলো নিয়ে অন্যদিনের ভেতর |
আমার প্রার্থনার মতো অতলান্ত নিঃসঙ্গতা , অন্য আরেক দিনের মত
ভাবনার ঊর্মিমালা আছড়ে পড়ে নিঃসঙ্গ বালুকা বেলায় , অনন্তকালের |