সভ্যতার অগ্রগতি বিশেষ কি গুণ দেয় জানো ?
অমোঘ যন্ত্র হয়ে মানুষের জীবনের কথা বোনো |
ফুল পাখি লতাপাতা, জীবনের কথকতা বলবার আগে
আকাশ কি উদার উন্মুক্ত করে ? না যন্ত্রের হিসাব লাগে ?
আমি অনাদিকাল শিশুমুখটির পানে চেয়ে চেয়ে রই
আমার অনাদি সূর্য, আমার অভিমন্যুকে বুক পাঁজরে লই |
আসুক দুঃখ , ঘোর প্রলয় , অন্ধকারের তীব্র কঠিন যন্ত্রনা
যন্ত্র হতে পারিনি বোধহয় , জীবন দীক্ষায় অন্যতমের গ্রন্থ -না |
ভেবোনা তোমায় জোর করবো , বহতা নদীর জলের বয়ে যাওয়া সুরে
অমীমাংসিত দূরত্ব যে ! পাইনি যেতে উড়তে চাওয়া পাখির অন্তঃপুরে |