আমার চোখের জলের মাঝে তোমার ছায়া ভাসে
কতক খেলায়, কতক হেলায় , কতক অবকাশে |
পুরোন বলে ফেলনা তো নয়, তবু কোথাও বাজে
কথায় বাড়ে কথার আওয়াজ, কথার কারুকাজে |
এই যে ছাড়ান, এই যে কাটান, ছিন্ন বাঁধন কথন
শিথিল আলোর অরূপ আভায় , হেরি নতুন ক্ষণ |
আর না কব, কথার কথা, প্রয়াস সকল বৃথাই
হৃদি মাঝে কথার আয়াস , তবু অযতনের দ্বিধাই |
অস্তগামী রবির আভা , ঘনায় সুরে, ছড়ায় দূরে, পরশে
ব্যথায় বাজে তুলির সাজে, নবরূপে রবি কথন, হরষে |
চাইব না আর, গাইবো না তার , আকুল সুরে , মিছে
দু দিনের এ জোর, ফুলের বাসর , আলেয়ারই পিছে |