আমার আসাটা
খুব একটা প্রত্যাশিত
ছিলোনা, হয়তো ঠিকানা
খোঁজাটাও।

মনের সাথে বোঝাপড়া,
হয়তো নয় এ সহজ পারা ,
তোমায় ভোলার
চেষ্টাটাও।

ফিরে আসি আমিও তাই ,
ফিরতি পথের
আলো ছায়ায়,
আগন্তুক স্মৃতিরাও।  

পুব আকাশের
কোমল আলো,
তোমার চোখে ইচ্ছে বোনে
আরো অনেক ক্ষণ।

সূর্যোদয়ের প্রান্তে
তোমার বিদায়বেলা,
সেক্ষণে খুঁজি আমার
বিশেষ প্রয়োজন।

এখান থেকে তোমার
হেঁটে যাওয়া শুরু,
অন্যদিনের প্রাক্কালে,
অন্য আয়োজন।  

আলো এলে আঁধারের ছুটি,
একান্ত প্রহরে এসে
দিবসের ব্যগ্রতা,
ফিরে ফিরে যাচে

তবু পূর্বকথায় পাড়ি ,
সেখানেই বসত গড়ি ,
যদি এমনি অনেক
পুরান ভোলো পাছে!

আলোর প্রতীক্ষায় মেঘদল,
ভাঁজ গোনে মহাকাল ,
বাঁচার অদ্ভুত এক
আনন্দ মাঝে।