মধ্যরাতের অন্ধকারে নিঃশব্দ সময় , কেটে যায়
বহু , বহু দীর্ঘসূত্রী তায়
খুব সাধারণ করে অসাধারণ কোনো এক জীবনের
গল্প বলবার বাসনায় |
ঘন সন্নিবিষ্ট অন্ধকারে , প্রয়োজন ফুরোয় অনেক ,
দৃষ্টি ও দর্শনে র নন্দন তত্বের
তবু থাকে জেগে আলোক অপার, মানবিক চেতনার ,
অফুরান জীবন আর তারই সম্ভার |