ব্যাকরণ তোমাকে কি শেখায় ? শুদ্ধতা?
জানালার শিক গলে আলো পড়ে ….
আলো পড়ে ঘুমন্ত মুখের ওপরে
সেথায় ব্যাকরণ কি দেখে ? মুগ্ধতা ?
গহীন স্যাঁতস্যাঁতে পিছল যে ঘাঁটি
তাতেই কি বিছাতে চাও শীতলপাটি ?
চাইবে, বলবে আর ঘটবে ' কুন ফায়াকুন '
ব্যাকরণ কি এতই বাধ্য ? সহজপাচ্য গুন ?