সৃষ্টির প্রথম দিনের কথা
আল্লাহ নাম শিক্ষা দিলেন
যুগে যুগে মানুষের জন্য
আলোকবর্তিকা হয়ে এসেছে ঐশী বাণী |
মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কোরআন
যেখানে আলোর কথা আছে , মনুষ্যত্বের কথা আছে
যুগে যুগে মানুষের উপর বর্ষিত আজাব ও রহমতের কথা আছে
উপদেশ, ভীতি আর ভালোবাসার নামই কোরআন |
শিশুস্নেহে যে মা ভালোবাসে তার সন্তানকে,
তার চাইতে বহুগুনে বেশি আল্লাহ ভালোবাসেন তাঁর বান্দাকে
ফেইসবুক, হোয়াটস্যাপ আর ডিজিটাল ক্রাইমের যুগে
যা থাকে অবশিষ্ট নিজের জন্য, তা আল্লাহ নির্ধারিত , আপনার বা আমার নয় |