তুমি আনমনে চোখ তুলে তাকালে .....
আলতো আঙুল ভুলে চুলে ছুঁইয়ে দিলে ....
আমি শৈশবের ক্রান্তিকালের মৃদু আওয়াজ পাই |
টেলিভিশনে হঠাৎ কোথাও প্রেমালাপ শুরু হলে ...
তুমি চকিতে আমার চোখে কিছু খুঁজতে থাকো ,
কি খোঁজো ঠিক জানো কি ? কোনো অদৃশ্য দেয়াল ?
যে তুমি ঠিক আমার বুকের ভেতরে গুটিসুটি হয়ে ছিলে
সে তোমার লজ্জা বোধ এখন অনেক , বড়ো হচ্ছো যে !
তোমার অজস্র চিরকুটে আমার হেঁসেল সাজতো রোজ
কত চিরকুট যে লিখতে তুমি, তার ইয়ত্তা নেই আর আজ
সেদিন তুমি অবাক চোখে বলছিলে , ' তোমার কবিতার বই ?'
বাংলা পড়তে শেখোনি, আমারই আগ্রাসী, সর্বনাশী ক্লান্তি দায় |
নিঃশব্দে তবু ক্ষরণ জাগে বুকের ভেতর , আরেকটি ভোরের আকাঙ্খার
আজন্ম পিপাসা জমে হাসিমুখ দেখবে বলে , আর মাত্র আরেকটিবার !