মমত্ব এমন একটি উচ্চারণ
যার অন্তর্গত ব শুধুমাত্র ব-দ্বীপ বাংলাদেশের
মমত্ব.....
আমি প্রানপনে ঠোঁট কামড়াই
ক্রোধ আর অশ্রুর মাঝামাঝি
এবং বলি,
আপাতত ঈসা মসীহ মারা গেছেন এই নিশ্চিত পৃথিবীতে
আপনার পরিচারিকা মরিয়ম কি বাড়ী ফিরেছেন?
না ফিরলে জানাবেন, তার অন্তস্থ্য জ আপনার
ওতে যেন আমার ঘাম না মেশায় আর।