বৃদ্ধ লোকটির ঘাড়ে মাথা রেখে
বৃদ্ধা একমনে অশ্রুপাত করছিলেন...
ফোঁটা হয়ে ঝরে পড়া অশ্রুবিন্দু গুলি
হয়তো শীত কালের কথা বলছিল ....
আমি আলগোছে সেই ছবিটি সরিয়ে দেই,
পুরোনো সব ছবি তেমন স্বস্তিদায়ক নয় ...
অনেক তিক্ততা, অনেক কঠিন অভিযোগ
মাঝে মাঝেই ছবিটি মনে করতে দেয়না |
আরো আরো অনেক শীত কাল চলে গেছে,
কম্বল বিহীন হিমশীতল জমে যাওয়া ঠান্ডার ভেতর,
বৃদ্ধা ঝরে গেছেন কোনো এক শীত কালের ঝরা পাতার মতই,
দেখা হবেনা এই জীবনে আর,
আধো ঘুমে চোখের কোল ভিজে এলে শুধু মনে হয় ,
জগতের কোথাও কেউ কাউকে বাঁধন মায়ায় জড়ায় এখনো...
বাহুল্য একান্তে , আপন করে ||