অভিশপ্ত সামিরী " অস্পৃশ্য" নিয়েছিল অভিশাপ
শঠতার বাঁধনে আপনি মরে সে , নিয়ে তার পাপ |
হৃদয়ের দুষ্ট প্রবৃত্তি , বিস্মরণে প্রভু ভীতি , নয় কাম্য
" আদ দু'আ হুয়াল ইবাদাহ " -দু'আই ইবাদাত ,ভারসাম্য |
আপন অপারগতায় ,তুমি বাছা মোর জগতকে জানিয়ো
উপাস্য - আরাধ্য কেউ নাই ,একক ভাবে আল্লাহকেই চেয়ো |
মুহাম্মদ (সা:) তাঁর বান্দা ও রাসূল , এই সত্য হোক মকবুল
হৃদয়ের সব দাবী বিসর্জনে, শুনি সেই সত্য , চির- আকুল |