আমার বাড়িতে ঘুন জমেছে...বেহাল দশা নিতান্তই
কোনো দিন ফিরে তাকিয়ে , কিছুই পাবার আর কথা নয় , যোগ্যতায় ...
তবু ফিরে ফিরে অসহ্য একটা ব্যথাবোধ গুমরে কেঁদে মরে
আবার পুরোনো কথা মনে পড়ে কেন , সন্তোষ ?
জলের কল খুললে মরচে রঙা জলের চিহ্ন দেখতে পাওয়া যায় ...
মানুষের তৃষ্ণার আস্বাদনের ধার সে ধারে না ,
তাকে সামলাতে হয় বিশুদ্ধতার নিয়ামক
সে জলে কখনো ছায়া দেখতে পাবেনা, আমার কোনো অবশিষ্টাংশের
শুধু ফিরে ফিরে পুরোনো একটা চাপা কষ্ট গুমরে কেঁদে মরে ...
আবার পুরোনো কথা মনে পড়ে কেন , সন্তোষ ?