নাতিদীর্ঘ ছায়া ক্রমশ বাড়তে থাকে ...বাড়তে চায় , ছড়াতে চায় |
বিষাদ , ক্লান্তির ঊর্ধ্বে কোনো যন্ত্রণা শিরায় শিরায় , কেন দগ্ধায়?
তেতো বিষগুলো উগরে দিতে চায় অ তে অজগর ,আ তে আম
আর কত নেবে বলো? আর কত উচ্চ সেই শিখর? কত নেবে দাম ?
সে তো আর বলেনি ! এসে ফিরেও যায়নি ! তার কিবা এসে যায় !
সে চলেনি তার ভাবনার দোটানা নিয়ে , তার আর কিসের দায় !
শিশু-মুখ , যদি কাঁদি, খুঁজোনা কবে ,কোথায় কোন সময়ে তার উৎপত্তি
সবকিছুর সপক্ষ - বিপক্ষ যুক্তি জীবনে খাটেনা , চকিতে হয়না নিষ্পত্তি |