রাত ঘনিয়ে আসলে শরীরের উত্তাপ, ঘনিষ্ঠতা। এবং
এবং অদ্ভুতুড়ে কিছু জাগতিক সংলাপ,
“অফিসিয়াল পারফরমেন্স রিভিউটা ভালো হয়নি , বুঝছো ?”
হাতগুলো অনেক আস্থায় শূন্যতায় কিছু খোঁজে
অস্থির , আধুনিক জীবনগতি,
“আচ্ছা, ঠিক এখন ওগুলো মাথায় আসছে কেন বলতো ?
আমাকে তোমার অনুভূতির কথা বলো।”
কিছু ক্ষণ উত্তাপ আরো , কিছুক্ষনই নাহয়...
“আচ্ছা তোমার কি মনে হয়, অফিসটি ফায়ার করে দেবে কি?”
প্রেমিক প্রবরটি যেন গরম খুন্তির হল্কা পেলেন মুহূর্তটিতে , এবং উঠে বসলেন খাটের ওপর।
কি হলো?
“না , একটা পেইন্টিং এর কথা ভাবছিলাম , কামবোধে অনুবর্তী সময় , নাম দেব ঠিক করলাম।”
কিছুক্ষন নীরবতা।
এবং অবশ্যম্ভাবী নীরবতা।
আধুনিক , একমুখীনতায় জীবনগতি,
এ সংসারেও মেঘের নাদ রইবে , ভবিষ্যতের কোল জুড়ে , আগত শিশুর কণ্ঠস্বর , কোলাহল,
এবং ক্রীতদাসের হাসি।