ব্যক্তিগত অহংবোধ কি খারাপ বস্তু?
আদতে সবই যখন বিষিয়ে ওঠে ?
খুব একটা ভাবনার বিষয়বস্তু
নয় ওটা বোধহয়।
তত্বকথার সারাংশটুকুর মর্মার্থ অনুধাবন
এটুকুও কম নয় !
একলা থাকার সবচাইতে বড় সুবিধা কি জানো তো ?
না, জানি না।
পাত্রগুলো গুঁড়ো করবার পরে নিজে
ঝাঁট দিয়ে পরিষ্কার করা সম্ভব হয়
কোনো কৈফিয়তের মুখাপেক্ষিতা না রেখেই।
ওটা আসলেই কোন কাজের কথার মতো
শোনালো না মোটে,
হ্যাঁ, কাজের কথা যেমন নয় ,
তলস্তয়, কাফকা, ইবসেনের নাম ধরে
ডাকাডাকি, প্রত্যুষে ও সন্ধ্যায় ,
আসলেই তা নয়।
যে বাড়ী মৌলবাদীতা শেখায়
সে বাড়ীর সরু গলি থেকে
পৃথিবীর শ্রেষ্ঠতম নাস্তিক্য বেরিয়ে আসে
আসে প্রেম, ঘনিষ্ঠতম দীর্ঘ চুম্বন
এবং কিছু হতাশায় ইহকাল পরকাল
বিষয়ক বাতুলতা
যা কেউ কারুকে দেয়না , বিধাতাই যথেষ্ট
তবু চিন্তা থাকে, হয়তো চেতনাও থাকে
বেশ মোটা দাগের।
এক জীবন চলে যাবার মত যথেষ্ট।